Saturday || April 20, 2024 Online Tech News Portal
img

ভারতে করোনা মোকাবেলা বিশেষ ড্রোন

Posted on : 2020-04-14 07:52:43

News Source : ডিজিবাংলা.টেক, এপ্রিল ১১, ২০২০

ভারতে করোনা মোকাবেলা বিশেষ ড্রোন

লকডাউন সফল করতে ভারতের কয়েকটি রাজ্য এরই মধ্যে ড্রোন ব্যবহার করেছে। ড্রোন থেকে তোলা ছবি দেখে, লঙ্ঘনকারীদের চিহ্নিত করা হচ্ছে। ফলে, আকাশে ড্রোন দেখলেই সবাই ঘরে।
কিন্তু করোনা মোকাবেলায় যে ড্রোন ব্যবহার করা হয়েছে সে ড্রোন হলেও, আর পাঁচটা ড্রোনের মতো নয়। কাজের ব্যবকতাও বেশি। একই অঙ্গে অনেক রূপ।
দেশীয় প্রযুক্তি কাজে লাগিয়ে তৈরি এই ড্রোন থার্মাল ইমেজকে কাজে লাগিয়ে, পরীক্ষা করে, অনেকের মধ্যে থেকে করোনা সন্দেহভাজনকে চিহ্নিত করতে পারবে। আগাম সতর্ক করতে পারবে। আবার স্যানিটাইজও করতে পারবে। আবার পৌঁছে দিতে পা়রবে ওষুধও।
বিশেষ ভাব তৈরি এই ড্রোনটির নাম দেওয়া হয়েছে করোনা কমব্যাট ড্রোন, সংক্ষেপে সিসিডি। ঘনজনবসতিপূ্র্ণ এলাকায় যে করোনা সংক্রমণের ঝুঁকি রয়েছে, সেখানে স্বাস্থ্যকর্মীর ভূমিকা নিতে পারে এই সিসিডি। রোবোটিকস নিয়ে কাজ করা একদল তরুণ ভারতীয় ইঞ্জিনিয়ার এই ‘করোনা কমব্যাট ড্রোন’টি বানিয়েছেন।

আন্তর্জাতিক