Wednesday || April 24, 2024 Online Tech News Portal
img

জাকারবার্গের নিরাপত্তা খরচ বছরে ২০০ কোটি টাকা

Posted on : 2020-04-14 07:45:08

News Source : ডিজিবাংলা.টেক, এপ্রিল ১২, ২০২০

জাকারবার্গের নিরাপত্তা খরচ বছরে ২০০ কোটি টাকা

ফেসবুকের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গের পেছনে নিরাপত্তা বাবদ ২০১৯ সালে খরচ হয়েছে ২৩.৩ মিলিয়ন মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় প্রায় ২০০ কোটি টাকা। এই বিপুল পরিমান অর্থ ব্যয় হয়েছে তার ব্যক্তিগত নিরাপত্তা এবং বিমান ভ্রমণে। যা ২০১৮ সালের তুলনায় ৫.৪ মিলিয়ন মার্কিন ডলার বেশি।
সিএনবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, মার্ক জুকারবার্গ ২০১৯ সালে বিমান ভাড়া বাবদ কোম্পানির তরফ থেকে খরচ করেছেন ২.৯৫ মিলিয়ন মার্কিন ডলার। বাদবাকি খরচ হয়েছে নিরাপত্তার জন্য।
সিএনবিসি বলছে, ২০১৯ সালে মার্ক জুকারবার্গ এবং তার পরিবারের পেছনে নিরাপত্তা বাবদ ফেসবুকের খরচ হয়েছে ১০ মিলিয়ন মার্কিন ডলার।
মার্ক জাকারবার্গ এতদিন জানিয়ে আসছিলেন যে তিনি প্রতিবছর কোম্পানি থেকে বেতন বাবদ মাত্র ১ ডলার গ্রহণ করেন। কিন্তু তার পেছনে প্রতিবছর কোম্পানির খরচ কোটি কোটি টাকা।

আন্তর্জাতিক