Friday || March 29, 2024 Online Tech News Portal
img

করোনাভাইরাস: ১০ মিলিয়ন পাউন্ড দান করলেন ব্রিটেনের শীর্ষ তরুণ বিলিয়নিয়ার

Posted on : 2020-04-22 04:31:21

News Source : বাংলাদেশ প্রতিদিন, ২২ এপ্রিল, ২০২০ ০৮:২৮

করোনাভাইরাস: ১০ মিলিয়ন পাউন্ড দান করলেন ব্রিটেনের শীর্ষ তরুণ বিলিয়নিয়ার

বিশ্বব্যাপী সর্বত্রই এখন করোনাভাইরাস আতঙ্ক। এই ভাইরাসের কাছে যেন অসহায় হয়ে পড়েছে গোটা বিশ্ব। প্রাণঘাতী এই ভাইরাসে এরই মধ্যে আক্রান্ত হয়েছে বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চল।

এদিকে, করোনা সঙ্কটে টালমাটাল অবস্থা ব্রিটেনের এনএইচএসে। ভাইরাস মোকাবেলায় ন্যাশনাল হেলথ সার্ভিস ইতিমধ্যে চাপের পড়েছে। এমন পরিস্থিতিতে ব্রিটেনের ৩০ বছরের কম বয়সী দেশটির শীর্ষ তরুণ বিলিয়নিয়ার ডিউক গেরাল্ড গ্রসভেনোর অব ওয়েস্টমিনস্টার করোনা সঙ্কটে এনএইচএসে (ন্যাশনাল হেলথ সার্ভিস) কে ১০ মিলিয়ন পাউন্ড দান করেছেন। এ অর্থর বেশীরভাগ ব্রিটেনের জাতীয় স্বাস্থ্য সেবা এনএইচএস দাতব্য সংস্থা এবং তাদের পরিবারকে অবকাশ, পুনর্বাসন ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ব্যায় করা হবে। তার অনুদানের ৫ মিলিয়ন পাউন্ড এনএইচএস দাতব্য সংস্থাগুলোর মধ্যে একত্রে একটি ফ্যামেলি ফান্ড তৈরি করতে সাহায্য করবে, ৩ মিলিয়ন পাউন্ড গবেষণায়, ২ মিলিয়ন পাউন্ড দাতব্য সংস্থা গুলোতে যাবে।

উল্লেখ্য, ডিউক গেরাল্ড গ্রসভেনোর অব ওয়েস্টমিনস্টারের পরিবার ব্রিটেনের পাঁচ ধনি পরিবারের একটি।

আন্তর্জাতিক