Friday || March 29, 2024 Online Tech News Portal
img

ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম দেড় হাজার কিমি পাল্লার ড্রোন তৈরি করল ইরান

Posted on : 2020-04-19 04:04:43

News Source : যুগান্তর, ১৮ এপ্রিল ২০২০, ১৬:২২ | অনলাইন সংস্করণ

ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম দেড় হাজার কিমি পাল্লার ড্রোন তৈরি করল ইরান

অন্তত তিনটি বোমা বহন করতে সক্ষম দেড় হাজার কিলোমিটার পাল্লার ড্রোনের অধিকারী হয়েছে ইরানি সশস্ত্র বাহিনী। শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ভাষণে দেশটির প্রতিরক্ষামন্ত্রী আমির হাতামি এমন দাবি করেন।-খবর রয়টার্সের

তিনি বলেন, উল্লেখযোগ্য দূরত্ব থেকে শত্রুর গতিবিধিতে নজরদারি করতে পারবে এই ড্রোন। এছাড়া যুদ্ধমিশন পরিচালনেও সক্ষম এটি।

ক্ষেপণাস্ত্র ও বোমায় সজ্জিত এই ড্রোন ৪৫ হাজার ফুট উপর দিয়ে উড়তে পারবে। তবে এই আকাশযানটির কোনো নাম উল্লেখ করেননি হাতামি।

ইরানি সামরিক কারখানায় এই ড্রোন নির্মাণ করা হয়ছে। যাতে স্থানীয় বিশ্ববিদ্যালয়গুলো সহায়তা করেছে।

সীমান্ত নজরদারিতে মূল অস্ত্র হিসেবে বিবেচনা করা হয় ড্রোনকে। বিশেষ করে উপসাগরীয় জলসীমা ও হরমুজ প্রণালীতে এসব ড্রোন সক্রিয়।

এই প্রণালী দিয়ে বিশ্বের এক-পঞ্চমাংশ তেল পরিবহন করা হয়। ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানিকে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় হত্যা করে যুক্তরাষ্ট্র।

গত ৩ জানুয়ারি এমন ঘটনা ঘটেছে। এর পরে দুদেশের মধ্যকার সম্পর্কের চরম অবনতি ঘটেছে।

আন্তর্জাতিক