Friday || April 19, 2024 Online Tech News Portal
img

বিশ্ব কুদস দিবসে হামাসের ক্ষেপণাস্ত্র পরীক্ষা

Posted on : 2020-05-24 05:13:29

News Source : বাংলাদেশ প্রতিদিন, ২৪ মে, ২০২০ ০৭:০৪

বিশ্ব কুদস দিবসে হামাসের ক্ষেপণাস্ত্র পরীক্ষা

নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। বিশ্ব কুদস দিবসে এই পরীক্ষা চালায় সংগঠনটি। ফিলিস্তিনের তথ্য কেন্দ্র এ ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা জানিয়েছে।

ফিলিস্তিনের তথ্য কেন্দ্র জানায়, বিশ্ব কুদস দিবস উপলক্ষে শুক্রবার একাধিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। গাজা থেকে সাগরে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

ফিলিস্তিনি সূত্রগুলো বলছে, হামাসের সামরিক শাখা ইয্যাদ্দিন কাস্সাম ব্রিগেডের প্রতিরক্ষা শক্তি বাড়ানোর অংশ হিসেবে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়েছে। এর মাধ্যমে হামাস ইসরাইলি আগ্রাসন মোকাবেলায় নিজেদের সামরিক প্রস্তুতির বার্তাও দিতে চেয়েছে।
হামাস এমন সময় নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো যখন ২০০৬ সাল থেকে গাজার ওপর সর্বাত্মক অবরোধ আরোপ করে রেখেছে দখলদার ইসরাইল।

এদিকে, ফিলিস্তিনিদেরকে সব ধরণের বিভেদ ভুলে ঐক্য জোরদারের আহ্বান জানিয়েছেন হামাসের মুখপাত্র হাজেম কাসেম।
তিনি বলেন, ইহুদিবাদ বিশ্বের সব মুসলমানকে টার্গেট করেছে। তাই গোটা মুসলিম উম্মাহর মধ্যে প্রতিরোধ আন্দোলন বিস্তৃত করতে হবে।

আন্তর্জাতিক