Wednesday || April 24, 2024 Online Tech News Portal
img

এবার করোনা ভ্যাকসিনের হিউম্যান ট্রায়ালেও চীনের সাফল্য!

Posted on : 2020-05-24 04:56:34

News Source : বাংলাদেশ প্রতিদিন, ২৩ মে, ২০২০ ২১:০০

এবার করোনা ভ্যাকসিনের হিউম্যান ট্রায়ালেও চীনের সাফল্য!

চীনা গবেষকরা আগেই দাবি করেছিলেন, তাদের হাতে একাধিক করোনাভাইরাসের ভ্যাকসিনের ফর্মুলা রয়েছে। সেগুলো আশাজনক ফলও দেখিয়েছে। তবে সবকটিই আছে হিউম্যান ট্রায়ালের পর্যায়ে। এবার সেই হিউম্যান ট্রায়ালেও ভ্যাকসিনের সাফল্য দাবি করল চীন। খবর নিউজ এইটটিনের।

তাদের দাবি, ভাইরাল লোড দ্রুত কমিয়ে ফেলার ক্ষেত্রে চীনের এই নতুন প্রতিষেধক শক্তিশালী ভূমিকা নিতে পারে। চীনা সংস্থা একটি আন্তর্জাতিক পত্রিকায় এই ভ্যাকসিনের পরীক্ষার ফল নিয়ে একটি গবেষণাপত্র প্রকাশ করেছে। আর সেখানেই এর চরম সাফল্যের দাবি করা হয়েছে।

সেখানে বলা হয়ছে, ১০৮ জন স্বেচ্ছাসেবককে কয়েকটি দলে ভাগ করে এই ভ্যাকসিনের পরীক্ষা করা হয়েছিল। ভ্যাকসিন দেওয়ার একমাস পরেও এই স্বেচ্ছাসেবকদের শরীরে তেমন কোনও বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়নি। ফলে বলা চলে, তাদের শরীরে কাজ করতে শুরু করেছে এই ভ্যাকসিনটি।
ওদিকে অক্সফোর্ডের গবেষকরাও ভ্যাকসিন তৈরিতে অনেকদূর এগিয়ে গিয়েছেন বলে দাবি করা হয়েছে। তারাও মানব শরীরে ভ্যাকসিন প্রয়োগে সাফল্যের আশা করছেন। চীনা গবেষকরা বলেছেন, এর পরের ধাপে ৫০৮ জনের শরীরে এই ভ্যাকসিনের পরীক্ষা করা হবে। তারপর নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত।

আন্তর্জাতিক