Friday || March 29, 2024 Online Tech News Portal
img

চীন শুধু বিশ্বের কাছে চ্যালেঞ্জই নয়, মানবতার জন্য হুমকিও

Posted on : 2020-05-21 17:01:12

News Source : বাংলাদেশ প্রতিদিন, ২১ মে, ২০২০ ২১:৪৮

চীন শুধু বিশ্বের কাছে চ্যালেঞ্জই নয়, মানবতার জন্য হুমকিও

প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত পুরো বিশ্ব। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। দেশে দেশে চলছে লকডাউন। এখনো আবিষ্কার হয়নি এই মহামারীর কোনও প্রতিষেধক। এর মধ্যে দেশে দেশে বিপর্যয় মানুষকে এক অন্য বিশ্বের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। আর করোনা পরবর্তী বিশ্ব হবে আরও অচেনা। এই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে বিশ্ব আজ চীনকে নিয়ে নতুন করে ভাবছে।

ভারতীয় লেখক অভিনব পান্ডে তার এক ব্যক্তিগত মতামত কলামে বিশ্ব অর্থনীতি, চীনের বিশ্ব বাণিজ্য, চীনের বিশ্ব রাজনীতি, অভ্যন্তরীণ রাজনীতি ও করোনার সংক্রমণে চলমান বিপর্যয় নিয়ে বিশ্লেষণ করেছেন। সেখানে ‘চীন শুধু বিশ্বের কাছে চ্যালেঞ্জই নয়, বরং মানবতার জন্য হুমকিও’ বলে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

অভিনব পান্ডে তার লেখায় চীনের কমিউনিস্ট পার্টিকে নিয়ে বিস্তর মতামত তুলে ধরেছেন। সেখানে চীন ও এর পুরো জনসংখ্যাকে নয়, বরং চীনের China’s Communist Party (CCP) কে বিশ্বের জন্য হুমকি হিসেবে তুলে ধরা হয়েছে। উদার গণতন্ত্র ও অবাধ বাণ্যিজের উপর দাঁড়িয়ে চীনের এই রাজনৈতিক দল বিশ্বের কাছে এমনকী চীনাদের কাছেও এক অন্য চীনকে দাঁড় করিয়েছে।
দলটি মিডিয়া নিয়ন্ত্রণ, ইন্টারনেটে সেন্সরশিপ, জনগণের উপর নজরদারি, মুক্ত মত প্রকাশে বিধি-নিষেধ, ধর্মের উপর বাড়াবাড়ি ও কূটনৈতিক সম্পর্কে এক ইতিহাসের পথে হাঁটছে। চীনা কমিউনিস্ট পার্টি নিজের দেশের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ছাপিয়ে বিশ্বের কাছে রীতিমতো চীনকে হুমকিতে পরিণত করেছে। যা রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বিশ্বকে।

এখানেই শেষ নয়, চীনের কমিউনিস্ট পার্টি নিজেদের একক নীতি নিয়ে খেলা করতে গিয়ে বিশ্ব মানবতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাদের মানবতাবোধ লোপ পেয়ে এত নিচে নেমেছে যে- তাদের কারণেই আজ করোনার মতো বিপর্যয়ের মুখোমুখি বিশ্ব। তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে প্রভাবিত করেছে। করোনা উৎপত্তিস্থলের কোনও চিহ্ন পর্যন্ত অবশিষ্ট রাখেনি। এবং বরাবরই অসহযোগিতা করে যাচ্ছে কোভিড-১৯ বিষয়ে।

প্রেসিডেন্ট শি জিনপিং নেতৃত্বাধীন চীনের কমিউনিস্ট পার্টি বিশ্ব মানবতার তোয়াক্কা না করে একের পর এক অপরাজনীতি করে চলায় আজ অর্থনীতির ধীরগতি, কোটি কোটি মানুষের কর্মহীন হয়ে পড়া ও করোনা তাণ্ডবে বিপর্যস্ত অবস্থার মুখোমুখি বিশ্ব। উল্লেখ্য, ওয়াল্ডো মিটার্স এর দেওয়া তথ্য মতে এখন পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে অর্ধকোটি। মৃত্যু হয়েছে তিন লাখ ৩০ হাজারেরও বেশি মানুষের। সুস্থ হয়েছেন ২০ লাখেরও বেশি মানুষ।

আন্তর্জাতিক