Friday || March 29, 2024 Online Tech News Portal
img

যুদ্ধবিরতির দাবি সত্ত্বেও ইয়েমেনে ২০০ বার হামলা চালিয়েছে সৌদি আরব

Posted on : 2020-04-17 07:32:29

News Source : বাংলাদেশ প্রতিদিন, ১৭ এপ্রিল, ২০২০ ১৩:১১

যুদ্ধবিরতির দাবি সত্ত্বেও ইয়েমেনে ২০০ বার হামলা চালিয়েছে সৌদি আরব

সৌদি নেতৃত্বাধীন আরব জোট গত সপ্তাহে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পরেও দারিদ্র্যপীড়িত ইয়েমেনের ওপর এ পর্যন্ত ২০০ বারের বেশি বিমান হামলা চালিয়েছে। ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গত ৯ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণার পর এ পর্যন্ত সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের বিমানগুলো দফায় দফায় উত্তরাঞ্চলীয় আল-যাওফ, মধ্যাঞ্চলীয় মা’রিব ও বাইদা প্রদেশ এবং দক্ষিণাঞ্চলীয় তায়িজ প্রদেশে হামলা চালিয়েছে।

জেনারেল সারিয়ি বলেন, গত সপ্তাহের বৃহস্পতিবার থেকে এ পর্যন্ত সানা, মা’রিব, আল-যাওফ, বাইদা, হুদাইদা ও আমরান প্রদেশে সৌদি জোট ২৩০ বার বিমান হামলা চালিয়েছে।
সৌদি আরবের এই সমস্ত হামলার জবাবে ও দেশকে রক্ষার জন্য ইয়েমেনের সামরিক বাহিনী বাস্তবভিত্তিক পদক্ষেপ নেবে বলেও তিনি উল্লেখ করেন। সূত্র: পার্সটুডে

আন্তর্জাতিক