Friday || March 29, 2024 Online Tech News Portal
img

তীব্র গরমে অতিষ্ঠ ব্রিটেনবাসী, করোনাকে উপেক্ষা করে সমুদ্র সৈকতে হাজার হাজার মানুষ

Posted on : 2020-05-21 07:12:43

News Source : বাংলাদেশ প্রতিদিন, ২১ মে, ২০২০ ০৬:৫০

তীব্র গরমে অতিষ্ঠ ব্রিটেনবাসী, করোনাকে উপেক্ষা করে সমুদ্র সৈকতে হাজার হাজার মানুষ

বুধবার ছিল ব্রিটেনে এ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণতম দিন। কোনও কোনও স্থানে ২৮ ডিগ্রি পর্যন্ত গরম রেকর্ড করা হয়। আর তাই লকডাউন শিথিলের সুযোগে ব্রিটেনের বিভিন্ন সমূদ্র সৈকতে হাজার হাজার মানুষ সূর্যস্নানের জন্য ছুটে যান।

করোনাভাইরাসের মহামারীর পর থেকে বুধবারই ব্রিটেনে সবচেয়ে বেশি মানুষ ঘরে বাইরে গিয়ে আনন্দ উৎসবে মেতে উঠে। এসময় কোথাও কোথাও সামাজিক দূরত্ব রক্ষা করা সম্ভব হয়নি বলে প্রতিবেদন প্রকাশ করেছে একাদিক সংবাদ মাধ্যম।

স্কাই নিউজ জানায়, লন্ডনের হিথ্রো এয়ারপোর্ট এলাকায় উষ্ণতা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগে মঙ্গলবার তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি।
সমুদ্র সৈকতের পাশাপাশি বড় বড় পার্কগুলোতেও শত শত মানুষের উপস্থিতি দেখা যায়। পরিবারের সদস্যদের নিয়ে অনেকেই বের হন রৌদ্র উজ্জ্বল দিনকে উপভোগ করতে। অনেকেই চেষ্টা করেন সামাজিক দূরত্ব বজায় রাখতে।
নর্থ ডেভন সমূদ্র সৈকতের কর্তৃপক্ষ জানায়, নিষেধ সত্ত্বেও ইংল্যান্ডের সাউথ ওয়েস্টসহ বিভিন্ন এলাকার মানুষ সমূদ্র সৈকতে বেড়াতে আসে।

ব্রাউন্টন কর্তৃপক্ষ জানায়, টয়লেটসহ অন্যান্য সুবিধা বন্ধ থাকা সত্ত্বেও হাজার হাজার মানুষের উপস্থিতি ঘটে। রাস্তাগুলো ছিল গাড়ির দখলে।

এছাড়া বর্নমাউথ, সাউথএন্ড, এসেক্সের সানবাথার্স, ব্রাইটন প্রায় সকল সমুদ্র সৈকতে ভ্রমণ পিপাসুদের দেখা যায়।

এদিকে ,ব্রিটেনে বুধবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৩৬৩ জন। আর আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৭২ জন।

আন্তর্জাতিক